আমি মোড়ে দাঁড়িয়ে ,সামনে তাকালাম
দেখলাম একজন আসছে  -সে মুসলমান।
আমি ডানপাশে তাকালাম,
যে আসছে-সে খ্রীষ্টান।
আর
আমার বামদিকে যাকে দেখলাম, সে হিন্দু।

যা যা দেখলাম,
পাতায় সবটুকু লিখলাম।
শুধু কবিতার জন্য!

এতটুকু পড়ে, ভালোবাসা বললো
এভাবে নয়!
ভালোবাসার কবিতা, ভালোবাসা দিয়ে,
লিখতে হয়।

আমিও বললাম,
তাহলে, দাওনা ভরে ভালোবাসা,
আমার চোখে, মুখে, বুকে।

এরপর চোখের মাঝে, স্থির হল ভালোবাসা।
ছেঁয়ে গেল আমার বুক, মুখ, সারাটা শরীরে।

তারপর দেখলাম,

সামনে যে আসছে-সে মানুষ
ডানদিক থেকে যে আসছে-সে মানুষ
আর বামদিকে যাকে দেখলাম-সেও মানুষ!