খোলা মনে গাছ গাছালির কাছে দাঁড়ালে
তারা বলে-
যা যা দেখছো ,
এতো ফুল এতো ফল,
এমন কি এই ছাল বাকল
নিঃশেষ আমাদের সবটুকু
কোন কিছুই আমাদের নয়!
নীরব ভালোবাসা কি?
লোকালয়ে হয়তো ,
কিন্তু বৃক্ষের সামনে এসে কিছুক্ষণ বিভোর হয়ে
জানা যায়!
নিঃশ্বাসে কিছু বিশ্বাস নিতেই আমরা বনে যাই।