ভালোবাসার কী নিষ্ঠা!

শুধু কি লালন করে?
পালনও করে কতো দায়!
আজও,
কানামাছি ভোঁ ভোঁ শুনলেই,
ফেলে আসা এক দূরন্ত বিকেলে
পিঠে করে নিয়ে যায়।