ভালোবাসায় দিন থাকে
রোদ ঝলমলে, খুব ভালো লাগে।
ভালোবাসায় রাত থাকে
ছায়া রাত, থেমে থেমে নামে।
ভালোবাসায় চুপ থাকে
শুধু মুখ ফিরিয়ে ঘোরাফেরা
মান অভিমনে। এসব দেখে,
ভয়ে সংশয়ে ইচ্ছে করে
ভালোবাসার কথাগুলো এখানে রেখে
চলে যাই বনে!
পাও বাড়াই কিন্তূ থেমে যাই
দেখি ভালোবাসা দাঁড়িয়ে
বললো বনে যাচ্ছ-যাও
শুধু মনে রেখ -
সর্বভূতে আমি আছি
দেখবে ,
আমি আছি সেখানেও!