ভালোবাসায় প্রতারণার কথা
মাঝেমধ্যে শুনি।
আমি অবাক হই না, কেননা জানি
এসব আগেও ছিল, পরেও থাকবে।
আসলে,
কেযে বন্ধু, কেযে প্রতারক
ভালোবাসায় ঠিক বোঝা যায় না!
মুখগুলো সব একরকম!

বড়ো আপন আপন!