মাঝে দাঁড়িয়ে আলতো করে
দুপাশে রাখলাম
আমার ভালোলাগা আর ভালবাসা।
ভাললাগার দিকটাই ভালো!
সহজ বেশ সরল
এদিকে ইচ্ছে ডানা, অবাধ বিচরণ
ওদিকে বিড়ম্বনা
ভরা সংকোচে আড়ষ্ট হই।
তবু কাছে যাই
তোমার সামনে দাঁড়াই
তোমাকে ভালোবাসি
সাহস করে শুধু বলতে পারি না!