এখানের,
ওখানের,
ঘুরে-ঘুরে সবখানের
ভালোবাসা জড়ো করে
ভালোবাসার হিসেব মেলানো যায় না,
গরমিল থেকে যায়।
হিসেব মেলাতে ঘৃণার ঘরেও যেতে হয়!

বিশ্বাস করা শক্ত
তবু সত‍্য- ভালোবাসা সেখানেও থাকে।