দৃঢ় হয়ে মনে মনে সেদিন বলেছিলাম-
ভুলে যাব,সব ভুলে যাব।
অথচ,
আজও ঝাউবনের ছায়ায় যখন এসে দাঁড়াই,
আজও পুকুর পাড়ের সিঁড়িতে যখন এসে বসি,
পূর্ণিমার রাতে চলতে চলতে আজও,
আজও ছাদে এসে যখন তারাদের দেখি
শুধু তোমাতেই একা হয়ে যাই-
মনকে বলি-মনরে
আমি তো সবকিছু ভুলে যেতে চাই
অবিচল মন আমার
আমাকেই পাগল বলে হায়-
উদাস হয়ে শুধু বলে,
ওকে বুঝি ভুলে যাওয়া যায়!