ভরা শ্রাবণ, তুমি নেই কাছে!
বাইরে শ্রাবণের ধারা,
ভেতরে আমি আর চারপাশে ছড়ানো ,ছিটানো
তোমার রেখে যাওয়া ভালবাসার শব্দরা।
ভাবলাম,
ছড়িয়ে থাকা শব্দদের একটু সাজাই,
আগুছালো ঘরদোর,একটু গোছাই।
মন দিয়ে সাজাতে সাজাতে অবাক হয়ে দেখলাম-
শব্দরা সব কেমন তুমি তুমি হয়ে গেলে আর
চারপাশ থেকে বলতে লাগলে
আমি এখানে
আমি এখানে
দেখ আমি এখানে

আর আমি!

কখন যে ভুলে গেলাম-তুমি নেই কাছে!