কতদিন পর তোমাকে দেখলাম!
তোমাকে দেখার সেই মুগ্ধতা,
আজও যেন মুগ্ধ হয়ে ভাসা।
ভাবলাম কাছে যাই, সামনে দাঁড়াই,
বলি- আজও তুমি সেই ভালোবাসা!
অথচ কি যে হয়, কি থেকে
আজও জানলাম না!
শুধু জানি তুমিতো সরে যাওনি
সেদিন জেনেবুঝে আমার যাওয়া,
দেখ এই সূদূরে আমি!
আর এই কথাগুলো তোমাকে বলতে,
খুব ইচ্ছে করে।
বলবো, আজই ঘুমকে বলবো-
এভাবে স্বপ্ন দিয়ে বেকার ছেলেদের,
কেন জাগিয়ে রাখো?
বড় ব্যথা থাকে,ব্যথা লাগে- ওভাবে আর রেখো না!