কথা কি তবে এখানেই শেষ!
শেষ কথা বলে, মেয়েটি চলে যেতেই
ছেলেটি বললো-দাঁড়াও
কি হয়েছে তোমার?
শান্ত স্বরে মেয়েটি বলল
কি -য়ের মাঝে যেও না!
খুঁজতে যেও না কেন-র কারণ!
শুধু মনে রেখ,
জ্যোৎস্নাতো আলো ছড়ায়,
আলো দিতে চায়,
কিন্তু আকাশ যদি, হঠাৎ করে মেঘে ঢাকে!
তার গাল বেয়ে জল নেমে আসছে-দেখেই
ছেলেটি কতো সহজে,
সহজ করে বললো-যাবেই যদি, যাও তবে
শুধু কান্না থামাও,
একবার শুধু চাঁদের দিকে চাও!
তোমায় বড় ভালবাসি-একবার,
আবার না হয় বলতে দাও।