কম শ্রাবণ তো পার করিনি!
শ্রাবণের বৃষ্টিধারাও কম দেখিনি,
তবে আলাদা করে সব বৃষ্টিকে মনে রাখিনি।
কেননা সব বৃষ্টিকেই আমার খুব এক মনে হয়
শুধু এক বিকেলের বৃষ্টি ছাড়া!

বৃষ্টি পরলেই যে চেয়ে-চেয়ে দেখি, তা নয়!
তবে যখন দেখি, মন দিয়ে দেখি।
জানালার সামনে দাঁড়িয়ে, অনেক দূর দেখা যায়।
একমনে দেখতে দেখতে, অনেক পেছনেও যাওয়া যায়।
একমনে দেখতে দেখতে, দেখতে দেখতে
আমার দেখা সব বৃষ্টি একসময়,
এক বিকেলের বৃষ্টি হয়ে যায়!
যে বৃষ্টি আমাকে আজো অস্থির করে !

আমি আমার দেখা সব বৃষ্টির গায়ে,
ভালোবাসা লিখতে চেয়েছিলাম।
কিন্তু পারিনি-শুধু এক বিকেলের বৃষ্টি ছাড়া!
কেননা,

সেই বৃষ্টিতে ছিল, প্রথম আমার দেখা-
তোমার, শুধু তোমার বড়ো আনাগোনা।