আজকাল সে-
জোছনার আলো গায়ে মেখে,
চাঁদের ভেতরে চাঁদকে দেখে।
আজকাল সে-
ফুলের কাছে, সামনে এসে,
শান্ত হওয়ার মন্ত্র শেখে।
আজকাল সে-
যখন তখন রবিবাবুর গানের কলি,
গুন-গুনিয়ে গেয়ে ওঠে।
আজকাল সে-
পাখিদেরও মিত্র ভাবে,প্রশ্ন তোলে নিজের মনে
শত্রু বলেও কি কিচ্ছু থাকে?
অবাক হয়ে সবাই ভাবে,
তবে কি ছেলে বদলে গেছে!
বলে গেল দখিনা বাতাস ফেরার পথে-
ভাবছো কেন?
ভালোবাসার হাঁটুজলে, ছেলে এখন দাঁড়িয়ে আছে!