আজ বিকেলে চায়ের সাথে ছিল,
বিস্কুট আর এক টুকরো কাগজ।
তাতে লেখা ছিল-
চকলেট ডে-তে চকলেট দাওনি!
রোজ ডে -তে ভুলে গেলে ফুল!
সামনে ১৪ তারিখ,
সেদিন মন্দিরে যাব,পূজো দেব, বাইরে বসে থাকা দুঃস্থদের,
ভাবছি বিস্কুট আর চকলেট দেব,
স্মরণে সেই মহান পাদ্রী
ঠিক হবে না ভুল!
অনেক পরে, পাশে বসে বললো
কি ব্যাপার, কিছু বল্লে না যে?
কি বলি,কি যে বলি!
শুধু বললাম,
এই মাত্র সুন্দর একটা কবিতা পড়লাম,
জানো তো!
ভালো কবিতা অনেকক্ষণ ধরে ভাবায়!