কাছে এসে, পাশে বসে
কথায় কথায় তোমার সাথে,
চলে গেলাম পেছনে,
অনেক পেছনে
ঠিক ওখানে, যেখানে
বন্ধু হলাম আমি আর তুমি।
তারপর,
একথা সেকথার মাঝে
ভেসে আসে কতো কতো ছবি
যা সরে গেল,
সরে সরে গেল চোখের সামনে।
আর,
এসব দেখে ইচ্ছে হয়- বলি
তুমি আমার কিশোর বেলার
রেখে আসা সুখ!
হঠাৎ,
একটি ছবি সামনে আসতেই
বললাম,
এখান থেকে এক চুলও সরবো না।
না এক পা সামনে,
না এক পা পেছনে।
বিভোর হয়ে হারিয়ে গেলাম আমি।
কিছুপরে,
প্রশ্ন এলো - কেন?
কখন যেন বলে ফেলি,
এখন যে আমি ,সেই তোমায় দেখি
শুধু তোমাকে,
দাঁড়িয়ে আছ সামনে
সেই সলজ্জ হাসি নিয়ে।