প্রতিরাতে আমি একবার ছাঁদে যাই,
রাতের আকাশ আমায় বড় ডাকে!

সবসময় যাওয়া হয় না,
তবে আমায় ডাকে,
পাহাড়,বন,অরণ‍্যের ছায়াপথ!

এক পশলা বৃষ্টির পর,
ভেজা মাটি আর তার সোঁদা গন্ধ,
ডাক দেয়- আয় চলে আয়!

সেই ছোটবেলার মতো,
বন্ধুরা আজও ডাক দেয়
কিরে আসবি না!

মনে মনে তোমার চোখে,
চোখ পরতেই,
আজও বলে যাও-কখন আসবে!

ভাবি, সুখ কি?
এসব দিনলিপি,
না  অন্যকিছু?

আজও জানা হলো না,
আমি,
না
আমার ভালবাসা!

কে কার পেছনে ছোটে?