প্রথমে,
প্রেমিক এবং প্রেমিকা
নিজেকে হারায়- মন দিয়ে!
তারপর,

আজীবন,
প্রেমিক প্রেমিকার ভেতর
আর
প্রেমিকা প্রেমিকের ভেতর

নিজেকে খোঁজে- মন দিয়ে!