যাচ্ছ!
শুধু বলে যাও,
কি রাখলে আমার কাছে?

বললে-মন।

এসব শুনে,
ভালোবাসা বললো,
তাহলে আমার কাছে,
কি রাখলে?

বললে- বিশ্বাস।

তারপর,
আমি দেখলাম, তুমি দেখলে
চাঁদের হাসি,
ঝি-ঝির খুশি
ধীরে-ধীরে, ধীরে-ধীরে
সন্ধ‍্যে,

কখন যেন রাত হোলো!