দিন যতটা আলোময়,
রাতের অন্ধকার ঠিক ততটাই!

তবু
আমাদের দিনও চাই!
রাতও চাই!
শুধু ভালোবাসার জন্য!