স্রষ্টা বড্ড খেয়ালী!

সে এত্তো ভালবাসা রাখে,
নজরুলের বুকে।
অথচ,
এক ফোঁটা
লাদেনকে দিতে ভুলে যায়!