এই পৃথিবী,
এতো সুন্দর!
এতো সুন্দর!
এতো সুন্দর!
শুধু,
তাকে দেখতেই,
প্রতিরাতে চাঁদ আসে আকাশে।
আলো জ্বালে জ‍্যোৎস্নার।
তারপর,

এক গাল হাসি নিয়ে,
রাতভর ,
অপলক ,
শুধু চেয়ে থাকে।