ঠিক প্রশ্ন নয়!
তবে, সব প্রেমী যুগলের কাছেই
কিছু জানতে চায় ভালোবাসা।

বিনিদ্র রাতের কথা,
উদাস দুপুরের কথা,
বিরহ বেলার কথা,
ব‍্যথা, যন্ত্রণার কথা,
স্বপ্নিল রাতের কথা,
আরও অনেক কথা,
ওসব শুধু ভালোবাসাই জানে!

যদি মনমত হয়,
তখন বুকের দরজা খোলে-ভালোবাসা।
ডাক দেয়,
বলে,
আয় তোরা -উঠে আয়।