শুকতারা আর রাত্রি,
বলতেই পারে
তাদের কোন ভালবাসার গল্প নেই!

শিশির আর ঘাস,
বলতেই পারে
তাদের কোন ভালবাসার গল্প নেই!

ঝিনুক আর মুক্তো,
বলতেই পারে  
তাদের কোন ভালবাসার গল্প নেই!

একশোবার বলতে পারে।

তবু,
সেই মহাকাল থেকে ওদের  নিয়ে,
পাঁচ কথা পাঁচ মুখে আজও হয়।