অরণ্যে বারবার যেতে মন চায় ।
সেবার গাছ লতাদের মাঝে থেকে
তন্ময় হয়ে বলেছিলে,
চলো না,
এদের মাঝে পাশাপাশি
আমরাও গাছ হয়ে যাই !
সাগরের কাছে যেতে
বারবার মন চায় ।
সেবার ঢেউদের দেখতে দেখতে,
অস্ফুট স্বরে বলেছিলে,
চলো না এদের সাথে,
আমরাও পাশাপাশি ঢেউ হয়ে যাই ।
এবার তোমার খেয়ালেই হারাবো,
তাই
সাগর আর অরণ্যের ডাক
আমিও শুনতে পাই !!