আজ বিকেলে এখানে,
বৃষ্টি হয়েছে অঝোরে,
শিলও পরেছে,
মুহূর্তে,
ঢেকে গেল আমার উঠোন,
বরফে বরফে ।
তুমি কাছে নেই,
তাই,
বরফ কুড়ানোর ব্যস্ততা ছিল না ।
আমি বরফ পরতে দেখেছি,
উঠোন ভরে যেতে দেখেছি,
চোখের সামনে বরফ গুলো
গলে জল হল ।
তাদের জলের সাথে
বয়ে যেতে দেখেছি ।
তুমি কাছে নেই,
আমি বরফ কুড়ানোর
মন্ত্র ভুলে গেছি !!