তুমি কাছে থাকলে
এমন রোদও ঝকঝকে লাগে,
ঝলমলে লাগে জ্যোৎস্না আর চাঁদ ।
নদীর পার দিয়ে যখন হেঁটে যাই,
তার গান কানে আসে,
যখন তুমি পাশে থাকো ।
তুমি পাশে থাকলে,
বনের সুগন্ধ নাকে আসে,
অরণ্যে তোমার সাথে
হারিয়ে যেতেও ইচ্ছে করে ।
কিন্তু,
তুমি কাছে নেই,
পাশে নেই,
তাই সব কিছু
কেমন যেন,
ক্যামন ক্যামন লাগে !
বড় একা এখন,
একা একা
কিচ্ছু ভালো লাগে না ।