তোমাকে কখনও দেখিনি,
তবু কেন মনে হয়,
তোমাকে চিনি,
তোমাকে জানি কত যুগ,
যুগধরে জনমে - জনমে ।
উচাটন মন আমার,
বার বার যেতে চায় তোমার কাছে,
খুশিতে কিংবা বিষন্ন প্রহরে ।
কেননা,
তুমিই আমার সেই চালাঘর
দুঃখ - সুখের ।
কথা ছিল,
একদিন দেখা হবে,
তোমার - আমার,
তাইতো তোমায় খুঁজে ফেঁরি
লোকালয়ে আর পথে - পথে ।