তুমি অভিমান আড়াল করতে চেয়েছিলে,
লুকিয়ে রাখতে চেয়েছিলে ভালোবাসা,
কিন্তু পারোনি,
কেননা,
কৌশল তোমার জানা নেই,
আর জারি জুরিও জানো না ।
তাই তো,
তোমার কাছে নতজানু হয়ে,
দেখতে পাই,
অভিমান তো শিশিরের বিন্দু,
আলগা থাকে চোঁখের কোণে,
আর ভালোবাসা,
বুকের থেকে ঝর্ণার মতো
নামতে দেখি মনে মনে ।