প্রথম যেদিন তোমায় দেখেছিলাম,
মুগ্ধ হয়েছিলাম,
কিন্তু সেদিন নয় ।
আমার অবাক হওয়া চোঁখে,
চোঁখ রেখেছিলে এক ঝিলিকে,
কিন্তু সেদিন নয় ।
তোমার অবাক হওয়া চোঁখে,
চোঁখ পরতেই,
মুহূর্তে নত হয়েছিল তোমার সেই চোঁখ,
সেদিনও নয় -
তোমার আমার অবাক হওয়া চোঁখ
একাকার হতেই,
এক হাসির ঝিলিক
পলকে এসে সরে গেল তোমার চোঁখে,
সেদিন নত হয়েছিল চোঁখ, তোমার আর আমার ।
ঠিক সেদিন আমরা তলিয়ে গেলাম,
ভালোবাসা - তোমার অতলে ।