দু-তিন দশক আগেও,এই বাংলা
সম্পূর্ণ দেশের কাছে ছিল- উত্তর
সবকিছুতেই

সামান্য একটা পঞ্চায়েত নির্বাচন!
মাঝের দিনগুলো বড় লজ্জার

আজ সম্পূর্ণ দেশের কাছে, এই বাংলা
কেমন -প্রশ্ন হয়ে গেল।

আপামর বাঙালিকে, এই বাংলা
লজ্জা, শুধু লজ্জা দিয়ে গেল!