কে জানে, ভাগাড়ের মাংস আবার আমি তো খাইনি?
পরক্ষনেই বাংলা আজ নিজেকে আশ্বস্ত করে,
যদি খেয়েও থাকি-মরে তো যাইনি!
দিনে- দিনে, মাসে -মাসে, এটি প্রমাণিত-
ভাগাড়ে পরে থাকা,মৃত কুকুর, বেড়ালের
মাংস বেশ সুস্বাদু,
খেলে মানুষ মরে না!
রমরমা কোটি-কোটি টাকার ব্যবসা!
বাংলায় শিল্পে আকাল!
সবাই কেন যে বলে?