চোখের সামনে ছেলে গুলিবিদ্ধ এবং মৃত!
দিশেহারা বাবা,
সত্যি তো- এসময়ে,
কার মাথা ঠিক থাকে?

অথচ ঠিক থাকে, ঠিক রাখতে হয়
যদি অণুব্রত পাশে থাকে!

টিভি চলছে-সামনে হাজারো মানুষ
হাঁড় কাঁপানো সংবাদ ,
দর্শকরা নিজেরাই বলে গেল, বলাবলি করলো

সব কান্নাতো দৃশ্য হয় না
সব আগুনতো চোখের কোণে জমা হয়না
যদি অণুব্রত পাশে থাকে!