এ প্রান্ত ঘুরে,
ইচ্ছে হলো, ওই দিগন্তে যাব,
ইচ্ছে হলো জানতে,
তোমাদের যাপন,
কেমন থাকো ?
গিয়ে দেখলাম,
বাগানে বাগানে ফুলেদের নিষ্পাপ হাসি,
হুবহু যেমন এখানে,
পাখিদের উড়তে দেখেছি,
স্বতন্ত্র তারা ইচ্ছেমত,
কখনও এখানে, কখনও ওখানে ।
আর মানুষগুলো, সব যেন এক,
মুখগুলো একই,
যেমন এখানে,
তেমন ওখানে ।