নড়বেনা - সরবে না,
আহা,
যেমনটা আছো তেমনি থাকো।
একসময় বাগানে যখন বসে থাকতে,
দূর থেকে তোমায় দেখে ব্যাকুল হোতাম আমি।
নড়বেনা- সরবে না,
আহা,
যেমনটা আছো তেমনি থাকো।
ভর দুপুরে ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছো তুমি,
দূর থেকে তোমায় দেখে ব্যাকুল হোতাম আমি।
নড়বেনা-সরবে না,
আহা
যেমন আছো তেমনি থাকো।
পুকুর পাড়ে একা বসে তুমি,
দূর থেকে তোমায় দেখে ব্যাকুল হোতাম আমি।
সেসব ছবি,
আজও দেখি অলস দিনে,
আকুল হয়ে মনে-মনে।