সময় ভাগ করেছে শ্রমিকদের,
সংগঠিত শ্রমিক আর অসংগঠিত শ্রমিক,
এদের ভাবনা সবাই ভাবে,
সরকার ভাবে,
সব রাজনৈতিক দল ভাবে,
আর,
ওদের ভাবনা ?
শুধু মহান মে ডে ভাবে ।
কেননা,
মে ডে - ফসল এক আন্দোলনের,
মে ডে - চেতনা এক আন্দোলনের ।