ঘুম থেকে উঠে,
বারান্দার দিকে পা ফেলতেই-
পাশের ঘর থেকে, কানে এলো কথা,
মা বলছে,
মেয়েটা নেই ঘরটা বড় ফাঁকা!
শুনে বাবা বললো-এতো আমার মনের কথা।
এমনটি জানলে,
বৌমাকে এতদিন ছুটিই দিতাম না!
আর আমার মনের কথা!
নাই বা বললাম।
আমি অবাক শুধু ম্যাজিক দেখে-
দেখি বাড়িটাই আচ্ছন্ন আজ
বলোতো-
তোমার ভালবাসায় নাকি তোমাতেই?
আসলে,
শূন্যতা আর পূর্ণতার খেলা যে
শুধু ভালোবাসাই জানে!