করোনা কে আছড়ে মেরে ফেলা যায়!

শুধু,
হাতের পরে হাত না রেখে,
চোখের পরে চোখ না রেখে,
বন্ধ ঘরে একা হয়ে।

বেড়িয়ে আসবে কি সুন্দর 'ক' আর
বিভৎস না চাওয়া 'রোনা'  মানে কান্না
যে কান্নায় আজ বিশ্ব ত্রস্ত মৃত্যু মিছিলে।

এই কান্না দেখতে দেখতে
একটি কথা মনে পড়ে বারবার-

এই পৃথিবীতে,
মুখগুলো মানুষের একই
যেমন সুখে তেমন শোকে!