সেই বুক আর হাতের ভরে হামাগুড়ি
তারপর,
হাঁটি হাঁটি পা পা!
একসময় চলতে শিখে  পথে নামি
এখন তো নিত‍্য ঘুরি
এই পৃথিবীর অলি গলি!

সেই হামাগুড়ি থেকে আজও
ঘুরে ঘুরে শুধু উত্তর খুঁজি-----

এক জীবনের প্রশ্নো তো কম নয়!