কোথায় যেতে চাও
স্বর্গ,মর্ত না পাতালে?
ইচ্ছে তোমার , বললেন দেবতারা!
পাতাল নরক দোষে দোষী শুরু থেকেই জানি,
কিন্তু স্বর্গকে বাদ দিয়ে ,মর্তকে চাইতেই তাঁরা অবাক! -স্বগ নয় মর্ত কেন?
আমি বললাম, এখানে সব আছে-সব
শুধু নেই -বাংলা কবিতার আসর
ঈশ্বর জানেন,
শুধু কবিতার জন্য আমি ,
স্বর্গ ছেড়ে মর্তে এসেছি।