এই জীবন খুব চালাক!
সে আমাদের অনেক কিছু ভুলিয়ে দেয়।
এই জীবন বড় ধূর্ত!
সে কাল দেখিয়ে, প্রতিদিন-
আমাদের "আজ " কেড়ে নেয়।
এই জীবনও হেরে যায়,
আপামর বাঙালির কাছে!
এই জীবনও পরাস্ত হয়,
২১শে ফেব্রুয়ারির কাছে!
২১ থেকে বাঙালি,
বাঙালির থেকে ২১,
যেমন কেড়ে নেওয়া যায় না
তেমনি ভোলানোও যায় না।
জীবন জানে,
বাঙালির রক্তে লেখা, একটি দিনের নাম ২১!