ঝরঝরে খুশি  আর ফুরফুরে হাসি নিয়ে,
পৃথিবী পা রাখলো ১৮তে।
যদিও এই ১৮, সুকান্তর  মন থেকে চাওয়া
সেই আঠারো নয়!
তবু,
থাকনা এই হাসি,
থাকনা এই খুশি সবার,
প্রতিদিন,
প্রতিরাত,
থাকনা বারমাস।

শুনে হেসে উঠলো সময়!
বললো- বড় ছেলেমানুষ
জানিসনা,
ডিজিটাল যুগে,
পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য বস্তু কি?

তারপর নিজেই বললো, বিদ্রুপের সুরে-

প্রানভরা হাসি আর বুকভরা খুশি!