পেছনে যাওয়া এক পরিক্রমা!
কেননা উল্টোপথে চলতে হয়।
যদিও,
ওপথের হদিস আমি জানি না,
জানি না ওপথে যাবার সব পথ।
আমি তো দাঁড়াই শুধু স্মৃতির ছায়ায়।

ওখানে খুঁজে পাই আমার ছেলেবেলা
খুঁজে পাই মায়ের গন্ধ ভরা
ফেলে আসা  আমার সকাল, দুপুর, রাত।