প্লাটফর্মের এককোনে,
শুকনো কাঠে আগুন দিয়ে,
তাপ মাখছে গায়ে মা আর বাবা!
পাশে শুয়ে ছেলে আর মেয়ে।
তাদের দিকে চেয়ে, অসহায় মা বললো-
মরণ শীত কবে যে যাবে?
দূরে দুই যাত্রী কিছু কী বলছে!
কাছে আসতেই শোনা গেল কথা একজনের।
ধুত, শীত কোথায় রে!
এবার তো জমিয়ে শীতই পারলো না!
দেখ, এশীতো ক-দিন থাকে?
এসব দেখে শুনে ,
মন খারাপ হোতে পারে!
কিন্তু শীত এখানে,
এভাবেই আসে,
এভাবেই থাকে,
এভাবেই যায়।