নজরুলের মৃত্যু!
আমি বিশ্বাস করি না।
কেননা,
আজও নজরুল যেখানেই দাঁড়ান,
সেখানে তৈরী হয় সিঁড়ি।

অসহায় এবং নিপিড়িত মানুষদের বলেন,
উঠে আয়।