সেই দিনগুলো ভালো ছিল!
লড়াই ছিল -টিকে থাকার,
লড়াই ছিল-বেঁচে থাকার,
তবে তুমিও ছিলে পাশে।
দিনগুলো আজও দেখতে পাই
যখন সামনে আসে, বড় ভালোলাগে।
সেইসময় যেমন রাত ছিল
স্বপ্নও ছিল। তুমিতো সব বিকেলে
রাতের কথা জানতে চাইতে।
আর আমি শোনাতাম,
স্বপ্নের রঙীন সেই পাখির কথা।
দিনগুলো কী ভালোই না ছিল!
ভালবেসে মিথ্যে বলতে নেই
আমরা সেইসময়েই শিখেছিলাম!