উলঙ্গ রাজার দেশে অনেক হেপা!
সত‍্য দেখতে মানা,
সত‍্য শুনতে মানা,
সত‍্য লিখতে মানা,
সত‍্য পড়তে মানা,
সত‍্য বলতে মানা,
মানার শেষ থাকে না!
অথচ উনিই একজন,
যা যা দেখতেন
তাই শুধু লিখতেন!
একথা,
কোলকাতার যীশুরা জানে
একথা,
অমলকান্তিরা জানে
জানি,
আমি, তুমি আর জানি আমরা সবাই।