নেতাজি ভারতবর্ষকে জানতেন,
নেতাজি অবিভক্ত বাংলাকে জানতেন,
এই দেশই ছিল তাঁর প্রাণ।
টুকরো হোতে হোতে, সেদিনের ভারতবর্ষের
এক টুকরোর নাম আজ-ভারত!
টুকরো হয়েছে তাঁর সেই বাংলা!
আমি নেতাজিকে স্মরণ করি,
তিঁনি তো প্রাতঃস্মরণীয়,
কিন্তু তাঁর সামনে আমি লজ্জায় দাঁড়াই না!
ভয় পাই,
যদি জানতে চান দেশের কথা,
যদি জিজ্ঞেস করেন- হ্যাঁ রে দেশ স্বাধীন হয়েছে তো?
যদি জিজ্ঞেস করেন-হ্যাঁ রে তোরা সবাই ভালো আছিস তো?
তখন তাঁকে কি বলবো!
( আমার পাতায় এই কবিতা খুঁজেও পাইনি,
আবার নতুন করে পাতায় রাখলাম। )