যখনি আমি স্মরণ করি,৫২র সেই একুশ
তখনি,
এক অতীন্দ্র প্রহরীর মতো,

এই আমি,
কখনও রফিক,
কখনও সালাম
কখনও  বরকত হয়ে যাই।