কি হারালাম!
এই ভাবনায় তৈরি হয় শোক।
আর এই শোক কিন্তু স্বল্পায়ু-সময় শিখিয়েছে।
সমস্যা বাড়ে ভাবনায় -তেমনটি কি আর পাব? জন্ম দেয় শূন্যতা
সময়ের কাছ থেকেই শেখা-
সব শূণ্যের পূরণ নেই!
তবু,
সময় থেমে থাকে না, থেমে থাকে না কিছুই
জানি, হারানোর কষ্ট থেমে যাবে,
কষ্ট থাকবে শূন্যতার!