একসময়ের ধ্যুৎ-ছাই করা অজুহাতগুলো
আজকাল বেশ রপ্ত করি!
তারপর কুড়িয়ে পাওয়া ষোলআনার মতো
ব্যস্ততা এই শতাব্দীর মস্ত অজুহাত!
আজকাল আমিও যাইনা, তুমিও আসোনা
আর এভাবেই ভালো থাকি যে যার মতো
শুধু ভালোথাকা কাকে বলে- জানিনা।
সেই পরিপাটি, সেই গোছানো সম্পর্কগুলো
আজ যেন কেমন-কেমন
যেন দূর আকাশের তারা, হুবহু তারার মতন!
শুধু দেখে যাওয়া, বুঝতে পারি- হায়
পলকে পলকে সরে সরে যায়।